ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

বেক্সিমকো প্রো-বক্সিং ফাইট নাইট অনুষ্ঠিত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৯, ২৩ মার্চ ২০২৩

আন্তর্জাতিক পেশাদার বক্সিং টুর্নামেন্ট, "বেক্সিমকো এক্সবিসি ফাইট নাইট" সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়। মোট ১৪ জন অংশগ্রহণকারী ৭টি বিভিন্ন বিভাগের রিংয়ে লড়াই করে। এই বিভাগ বা ক্যাটাগরিগুলো ছিল ফেদারওয়েট, লাইট হেভিওয়েট, ব্যান্টামওয়েট, ক্রুজারওয়েট, ফ্লাই ওয়েট, লাইটওয়েট এবং ওয়েল্টারওয়েট।

ফেদারওয়েট বিভাগে ছয় রাউন্ডের বাউটে দুই বাংলাদেশি বক্সার – উৎসব আহমেদ এবং আমিনুল ইসলামের মধ্যকার লড়াই দিয়ে টুর্নামেন্টটি শুরু হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ৬ রাউন্ডের বাউটে আমিনুলের বিরুদ্ধে জয়লাভ করেন উৎসব। 

লাইট হেভিওয়েট ক্যাটাগরিতে, টিকেও (টেকনিক্যাল নকআউট) এ ৩ রাউন্ডের খেলায় শাহরিয়ার শান্তকে পরাজিত করে জাহিদুল ইসলাম অব্যাহত রাখেন তার অপরাজিত রান।

স্থানীয় নায়ক আবু তালহা হৃদয় ব্যান্টামওয়েট বিভাগে ৪ রাউন্ডের লড়াইয়ের পর ভারতীয় বক্সার আশিস কুমারকে পরাজিত করে বাংলাদেশকে গর্বিত করেন। 

অপরদিকে ফরাসি বক্সার এলিয়ট মিশেল ক্রুজারওয়েট ক্যাটাগরিতে বাংলাদেশি বক্সার মোঃ কাওসার আলীকে হারিয়ে বিজয়ী হন।

রাতের পঞ্চম লড়াইয়ে, ডব্লিউবিইউ ইন্টারকন্টিনেন্টাল খেতাবের জন্য ব্রিটিশ-বাংলাদেশি সুপারস্টার রুকসানা বেগম ফ্লাইওয়েট বিভাগে প্রতিভাবান বাংলাদেশি বক্সার তানজিলার বিপক্ষে মুখোমুখি হন।

দুই নারী বক্সারের মধ্যেকার ম্যাচটিই সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠে যেখানে ১০ রাউন্ডে দুর্দান্ত লড়াইয়ের পর তানজিলার বিপরীতে রুকসানা বেগম ডব্লিউবিইউ ইন্টারকন্টিনেন্টাল শিরোপা জিতে নেয়। 

বিজয় উদযাপন করতে রুকসানা বাংলাদেশি এবং যুক্তরাজ্যের পতাকা জড়িয়ে ধরেন। আর সে সময় বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশনের চেয়ারম্যান, আদনান হারুন, রুকসানার হাতে তুলে দেন ডব্লিউবিইউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ শিরোপা।

লাইটওয়েট বিভাগে রাতের ষষ্ঠ বাউটে থাইল্যান্ডের আনান পংখেতের প্রতিপক্ষ হয়ে লড়াই করেন বাংলাদেশি বক্সিং সুপারস্টার সুরো কৃষ্ণ চাকমা। দ্রুততম হাতের অধিকারী হিসেবে পরিচিত, রাঙ্গামাটির ছেলে সুরো লাইটওয়েট বিভাগে আনান পংখেতকে দুই রাউন্ডে নক আউট করে বিজয়ী হন। 

রাতের সপ্তম এবং শেষ লড়াইয়ে, বাংলাদেশি বক্সার 'দ্য বুল' আল-আমিন ওয়েল্টারওয়েট বিভাগে তার ভারতীয় প্রতিপক্ষ দুষ্যন্ত শ্রীবাস্তবের বিরুদ্ধে লড়াই করেছিলেন। ছয় রাউন্ডের এই বাউটিং এ দুষ্যন্ত শ্রীবাস্তবের জয়ের মধ্য দিয়েই ফাইট নাইটটি সমাপ্ত হয়।
 


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি